চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়াকে শেরে বাংলা স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলয়নায়তনে এই পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিদ্র, সাবেক সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই পদক প্রদান করে।
প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ২০০৭ সালে যোগদান করেন। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ভাইস প্রিন্সিপ্যাল এবং পরবর্তীতে প্রিন্সিপ্যাল হিসেবে গত ১৮ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।