চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে নারী উদ্যোক্তা ও সমাজসেবক মনোয়ারা হাকিম আলী সভাপতি এবং শিল্পপতি সৈয়দ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩ ডিসেম্বর পূর্ববর্তী কমিটির কাছ থেকে পুনর্গঠিত কমিটি দায়িত্বভার গ্রহণ করবে। এ কমিটির মেয়াদ হবে তিন বছর।
গত ১৯ নভেম্বর দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনের সাক্ষরিত একটি চিঠিতে কমিটি পুনর্গঠনের এ সিদ্ধান্ত জানানো হয়।
দুদক সূত্র জানায়, ১৩ সদস্যের পুনর্গঠিত চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বসর চৌধুরী, চিকিৎসক ও সমাজসেবক ডা. মুনাল মাহবুবকে।
সদস্য করা হয়েছে ব্যবসায়ী মোহাম্মদ আবু সাঈদ সেলিম, সমাজসেবক শামীম মোরশেদ, নিশাত ইমরান, ব্যবসায়ী এস এম আবু তৈয়ব, মো. নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ তানভীর ও মনজুর মোরশেদ।
দুদক সূত্র জানায়, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করবে পুনর্গঠিত কমিটি। এছাড়া পুনর্গঠিত কমিটির আরো নানা ধরনের কাজ রয়েছে। মূলত দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন করাই হচ্ছে কমিটির প্রধান কাজ।
দুদক আইনের ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দুদক।