চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠিত

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর এক অফিস আদেশে ২০২৪২০২৫ সালের জন্য সংস্থার ফুটবল কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তফিজুর রহমান এবং সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মাহ্‌বুব উল আলম ভূঁইয়া (মুকুল)। কমিটির ভাইসচেয়ারম্যান হয়েছেন, আশীষ ভদ্র, ইবাদুল হক লুলু, তৈয়বুর রহমান, অধ্যাপক সুমন বড়ুয়া, উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মাহবুব আলম খান পিপিএম, এস.এম আব্দুল্লাহ আল মামুন, ফরিদ আহমদ, রাকিব মাহমুদ, সাইফুল্লাহ মনছুর এবং এম. এ মুছা বাবলু। নতুন যুগ্ম সম্পাদক করা হয়েছে আইনুল কবির জিতুকে। নতুন সদস্য হয়েছেন মো. গালিব, মুনতাসির মাহমুদ, ইয়াসিন আরাফাত, মুহাম্মদ আবদুর রহিম, নূর হোসেন দৌলত। এছাড়া কমিটিতে বহাল আছেন সদস্য সংস্থার সাধারণ সম্পাদক প্রয়েসর শায়েস্থা খান, মমতাজুল হক রুক্কু, সেকান্দার কবির, কায়সার মির্জা, নিয়াজ মোহাম্মদ খান। যুগ্মসম্পাদক হিসেবে বহাল আছেন মো. জহির উদ্দিন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মারুফ, অধ্যাপক যাহেদুর রহমান, নুরুল ইসলাম নুরু, নওশাদ আলম চৌধুরী, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া, আর.আই,সিএমপি, মো. মনির হাসান ভূইয়া (আনোয়ার), সাধারণ সম্পাদক, মহানগরী ফুটবল রেফারী সমিতি, প্রবীন কুমার ঘোষ, আব্দুল গফুর পন্টি, মো. হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, ইয়াকুব আলী, আনিসুর রহমান মিরাজ, মো. শাহজাহান আহমেদ সামি, আরিফ মো. অনিক, মাহবুব আলম রাজিব।

পূর্ববর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগের দুটি খেলাই পরিত্যক্ত
পরবর্তী নিবন্ধবাবরদের বেতন বাড়লো তিনগুণ