চট্টগ্রাম মডেল মাদরাসার পুরস্কার বিতরণ

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বায়েজিদ চট্টগ্রাম মডেল মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী বলেছেন, মুসলিম জনগোষ্ঠী আজ নানা মতবাদে বিভক্ত হয়ে পড়েছে। এমতবস্থায় ইসলামের মূল দর্শন সুফিবাদের আদর্শে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথে মতে অটল ও অবিচল থেকে নিজেদের একজন সত্যিকার মুসলমান হিসাবে তৈরি করতে হবে। চট্টগ্রাম মডেল মাদরাসার আয়োজনে ৯ জানুয়ারী মাদ্রাসার হল রুমে বই বিতরণ, ছবক প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরীর সভাপতিত্বে,মাদরাসার পরিচালক মুহাম্মদ আবদুর রাজ্জাক ও মাদরাসার প্রধান এইচ.এম হেলালের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হাশেমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কাযী আবুল ইরফান হাশেমী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী। মুখ্য আলোচক ছিলেন আলআমিন বারিয়া মডেল কামিল মাদরাসার শাইখুল হাদিস কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী। বিশেষ অতিথি ছিলেন কাযী মোদাচ্ছের হাসেমী, এম হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই শীতকালীন কবিতা উৎসব
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা