চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল এবং পলেন গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শিল্পী রায়, স্কুলের সভাপতি টিংকু বড়ুয়া, সেক্রেটারি টিপলু বড়ুয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক কাজি শাহেদ হাসান এবং সুচয়ন তালুকদার। এছাড়া চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের শিক্ষকাদের মধ্যে উপস্থিত ছিলেন নেলি বড়ুয়া, শিবানি চৌধুরী, নন্দিতা দে, রুম্পা দে, হীরালাল দে, ইয়াছমিন আক্তার। শরীর চর্চা পরিচালনা করেন শিক্ষিকা শতাব্দী বড়ুয়া। এছাড়া পলেন গ্রামার স্কুলের শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সাথী শীল। শরীর চর্চা পরিচালনা শাওলি গুহ।

এছাড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন গার্গী দেব। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। তবে প্রতিযোগিতার সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট ছিল প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ইভেন্টটি। ছোট ছোট বাচ্চারা নানা সাজে অতিথি, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মোহিত করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের পড়া লেখার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করার আহবান জানান। যাদে শরীর এবং মন দুটোই ভাল থাকে।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা শামসুন্নাহার জুনিয়র