চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৭ অক্টোবর চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জসীম আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম এবং সহ সভাপতি নজরুল ইসলাম লেদু। এসময় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি প্রকৌঃ এস এম ইশতিয়াক উর রহমান, যুগ্ম সম্পাদক সফিউল হোসাইন চৌধুরী সাকিব, মোঃ নাসির উদ্দিন, কমিটির সদস্য প্রকৌঃ মোহাম্মদ সহিদুজ্জামান কিরন ফয়সাল মাহমুদ, টিম ম্যানেজার ইফতিয়ার উদ্দিন সুমন, কোচ নাজিম উদ্দিন নাজু এবং সহকারী কোচ শওকত খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়গন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল টিমের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং এবারের টুর্নামেন্ট জয়ের ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস উন্মুক্ত হকি টুর্নামেন্ট ১৬ নভেম্বর শুরু
পরবর্তী নিবন্ধউপ-অঞ্চল পর্যায়ে স্বাগতিক চট্টগ্রামের শিরোপা লাভ