চবিয়ান দ্বীনি পরিবারের উদ্যোগে সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলা অনুষদ গ্যালারীতে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীগোষ্ঠী আজাদী মঞ্চ নাতে রসুল পরিবেশন করেন। সংগঠনের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসুল করিমের (দ.) সিরাত জানার অন্যতম উপকরণ হচ্ছে কুরআন। আমরা যদি কুরআনকে জানতে পারি, তাহলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে জানতে পারবো। আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের বলেন, যৌবনকাল হচ্ছে আমানত। এটা দ্বীনের জন্য আমানত, নিজের জন্য আমানত, রাষ্ট্রের জন্যে আমানত। দ্বীনকে সংরক্ষণ করার জন্য, সুসংগঠিত করার জন্য এবং নিজেকে পরকালের জন্য গড়তে হলে এই যৌবন কালকে কাজে লাগাতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মো. শহীদুল হক বলেন, চবিয়ান দ্বীনি পরিবারকে এজন্য ধন্যবাদ জানাই যে, যারা সকল ইসলামীপন্থাকে একসাথে নিয়ে কাজ করছে। দ্বীনকে বিজয়ী করতে সকলে একসাথে কাজ করা জরুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ ও আব্দুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।