চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ ইকবাল

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৮ অপরাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতা-এ চট্টগ্রাম শিক্ষা অঞ্চলের কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

২০০৬ সালের ১ মে বাংলাদেশ নৌবাহিনী কলেজে যোগদানের পর থেকে তিনি শিক্ষকতায় নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী কাজের স্বাক্ষর রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায়—২০১৫ সালে নৌবাহিনী শিক্ষা পরিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ, ২০১৭ সালে শিক্ষক বাতায়নে সাপ্তাহিক সেরা কন্টেন্ট নির্মাতা, ২০১৮ সালে পিকেএসএফ ও মমতার উদ্যোগে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে তিনি হাটহাজারীর শ্রেষ্ঠা সন্তান নির্বাচিত হন। ২০২২ সালে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হন।

২০২২ সালে করোনা চলাকালীন নিজ এলাকা হাটহাজারীতে নিজ উদ্যোগে মেডিকেল অক্সিজেন সেবা দেয়ায় স্থানীয় প্রশাসন কর্তৃক পুরস্কৃত করা হয়।

শিক্ষকতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর অর্জন উজ্জ্বল। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে তিনি ১২ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আগামী নভেম্বর ২০২৫ তিনি দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন

মোহাম্মদ ইকবাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের কৃতী সন্তান। তিনি মরহুম বাদশা মিয়া ও ছবুরা খাতুনের তৃতীয় পুত্র।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ট্রেনে কাটা পড়ে কক্সবাজারের তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি থেকে বাংলাদেশী পণ্যসহ বোট জব্দ করেছে পুলিশ