চট্টগ্রাম বিভাগের ২৭ উপজেলায় নবনির্বাচিতদের শপথ গ্রহণ

প্রথম ধাপের উপজেলা ভোট

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ২৭ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শপথ নিতে হাজির হতে পারেননি হাতিয়ার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

গতকাল নগরীর সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ২৭ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

উপজেলাগুলো হল চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, কক্সাবাজারের সদর, কুতুবদিয়া, মহেশখালী, বান্দবানের সদর, আলীকদম, খাগড়াছড়ির রামগড়, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রাঙ্গামাটির সদর, কাউখালী, জুরাছড়ি, বরকল, ফেনীর পরশুরাম, ফুলগাজী, নোয়াখালীর সুবর্ণচর, কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, মেঘনা, লক্ষীপুরের রামগতি, কমলনগর, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল।

শপথ পাঠ অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এস এম অনিক চৌধুরী আজাদীকে বলেন, হাতিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পরে শপথ নিবেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে শক্তিশালী করতে সৈয়দ ওয়াহিদুল আলম ভূমিকা রেখেছেন
পরবর্তী নিবন্ধএবার কেজিডিসিএলকে পাইপলাইনের তালিকা দিল সিডিএ