চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় সমাজসেবা অধিদপ্তরের প্রস্তুতি শীর্ষক সেমিনার গত ২৫ মে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. জাফর আলম। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সেমিনারে সঞ্চালনা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। আলোচক ছিলেন চবি কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। আলোচকগণ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান বিশ্বের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। সরকার ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদফতর সকল পর্যায়ের করর্মকর্তা–কর্মচারীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। সেমিনার সঞ্চালনা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তাফা মোস্তাকুর রহিম খান। প্রেস বিজ্ঞপ্তি।