চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার আগামীকাল শুক্রবার থেকে ২ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা, মাগুরা, বরিশাল মহানগরের সাংগঠনিক সফরের দায়িত্ব পালন করবেন। তাই এ সময়ে আবদুল বাতেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সংগঠনের সভাপতি এ এম নাজিম উদ্দিন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানান।