চট্টগ্রাম বিভাগীয় দল ফাইনালে

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগীয় দল। গতকাল ১১ মার্চ ঢাকার মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চট্টগ্রাম বিভাগীয় দল গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী সিলেট বিভাগকে ১০ গোলের ব্যবধানে পরাজিত করে। চট্টগ্রামের আক্রমণভাগের খেলোয়াড় মাহাবুবুর রহমান মাহী একমাত্র গোলটি করেন। ফাইনালে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগকে মোকাবিলা করবে। ফাইনালের তারিখ পরে জানানো হবে । চট্টগ্রাম বিভাগীয় দলের এই জয়ে টিম ম্যানেজার সাইফুল আলম খাঁন দলের সকল খেলোয়াড়, কোচ, টিম ডিরেক্টর সহ সকল শুভানুধায়ীকে অভিনন্দন জানান। ফাইনালের জন্য সকলের দোয়া কামনা করে। দলের সঙ্গে আছেন টিম ডিরেক্টর হারুনুর রশীদ, ম্যানেজার সাইফুল আলম খাঁন, কোচ নুর হোসেন দৌলত।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে রেলওয়ের জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনী এবার হারালো সিটি কর্পো’কে