‘চট্টগ্রাম বিপি-২০২৪’ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরীর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বিতর্ক ক্লাব (CCPCDS) গত ১২ ও ১৩ জানুয়ারি অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ‘চট্টগ্রাম বিপি২০২৪’ আয়োজন করে। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল অনিরুদ্ধ বড়ুয়া অনি ট্রাস্ট। ৫৬টি দল ও ৩৮ জন বিচারকদের সমন্বয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইউটি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভার্টিকাল হরিজনসহ নানা প্রতিষ্ঠানের বিতার্কিক এবং বিচারক। ২ দিনব্যাপী এই আয়োজনে বিজয়ী হয় রবিয়াহ আরেফিন (মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল) এবং ময়েজউদ্দিন আশরাফীর (আইউটি) দল। হাই স্কুল বিভাগে বিজয়ী হয় নওশীন তাবাসসুম যূথী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও মোহাম্মদ শহীদুল ইসলামের (বুটেক্স) দল। নতুন বিতার্কিকদের জন্য বিশেষ বিভাগ নভিস বিভাগের বিজয়ী দল ছিল জেডিসির (সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়) সিনান সাফি ও আফনান এলহান। ১২২ জন বক্তার মধ্যে শ্রেষ্ঠ বক্তা ছিলেন সিয়াম মারজান ও ফারহান ইশরাক (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)। হাই স্কুল বিভাগে শ্রেষ্ঠ বক্তা ছিলেন রাইয়ান জহায়ের এবং নভিস বিভাগে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তৌহিদ ইসলাম জামী। সুষ্ঠু আয়োজনে সিসিসিপিসির শিক্ষার্থীরা ২ দিনব্যাপী এই প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করে এবং নানা বিভাগে সকল বিজয়ীদের নাম ঘোষণার সাথে অনুষ্ঠানটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় মাহফিল
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটে ইনার হুইল কেয়ার ইউনিট উদ্বোধন