চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির কর্মশালা

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (CBUFT) আইকিউএসির উদ্যোগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ‘Driving Quality through Self-Assessment : Roles and Function of Program Self-Assessment Committee শীর্ষক দিনব্যাপী ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষক সদস্যদের প্রোগ্রাম সেলফঅ্যাসেসমেন্টের ধারণা, কার্যাবলী ও প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করা যা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মান নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সিবিইউএফটির ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর কাজী নাজমুল হুদা। প্রোগ্রাম সেলফঅ্যাসেসমেন্টের ধারণা ও গুরুত্ব, সেলফঅ্যাসেসমেন্টের মানদণ্ড ও স্ট্যান্ডার্ড, প্রোগ্রাম সেলফঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া, একটি পূর্ণাঙ্গ সেলফঅ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্ততের নির্দেশিকাসহ সার্বিক বিষয়ে তিনি আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জ, অভিজ্ঞতা ও মানোন্নয়নের শ্রেষ্ঠ প্রয়োগসমূহ বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধ‘প্রযুক্তিনির্ভর দক্ষতা নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে’