চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লিফটন গ্রুপ পরিদর্শন

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র এ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টের পঞ্চম ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লিফটন গ্রুপের কম্পোজিট কারখানা পরিদর্শন করেছে।

গত ২৯ জুন তাদের একডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কারখানায় সরাসরি তৈরি পোষাকশিল্পের মার্চেন্ডাইজিং প্রক্রিয়া ও উৎপাদন প্রক্রিয়াসহ রপ্তানি সংশ্লিষ্ট নানাবিধ বিষয় প্রত্যক্ষ করে। এর মাধ্যমে ক্যাম্পাসে অর্জিত জ্ঞানের সাথে শিল্পে প্রযুক্ত কার্যক্রম ও অন্যান্য বাস্তব অভিজ্ঞতাসমূহ মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছে। এ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টের সহকারী অধ্যাপক জনাব ইমন বিশ্বাস শুভ এই পরিদর্শন কার্যক্রম তত্ত্বাবধান করেন। এতে ক্লিফটন গ্রুপের মহা ব্যবস্থাপকসহ কর্মকর্তাগণ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধকাগতিয়া দরবার শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে আশুরা মাহফিল