ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম বিজনেস ইনফিনিটির গেট–টুগেদার ও বিজনেস কনফারেন্স গত শুক্রবার নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ৮৬ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। জোরারগঞ্জ উপশহর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এম ছানা উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে রাঙামাটি, খাগড়াছড়ি, মহানগর ও উত্তর চট্টগ্রামের ব্যবসায়ীগণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন। মোঃ এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মোঃ এয়াকুব আলী, আয়াজ উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আলা উদ্দিন, শাহিদুল আলম সানি ও সরোয়ার আলম। নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম ছানা উল্লাহ নিজামী, সহ–সভাপতি হাসান মুরাদ ও মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, যুগ্ম–সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিব উল্লেখ্য, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম ভুঁইয়া, মোঃ কামরুল হাসান, মোহাম্মদ রাসেল, আবু বকর ছিদ্দিক, মোঃ কামাল উদ্দিন, এস. এম. মহিউদ্দিন, মোঃ ইকবাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।