চট্টগ্রাম বন্দরে বহুতল কার শেড উদ্বোধন

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

দেশের প্রধান সমুদ্রবন্দরে নতুন আনসার ব্যারাক ও বহুতল কার শেড উদ্বোধন করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। গতকাল মঙ্গলবার স্থাপনা দুইটির উদ্বোধন করেন। খবর বাংলানিউজের।

বন্দর সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৫১ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাকে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সব সুযোগসুবিধা। ২৮ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা ব্যয়ে নির্মিত বহুতল কার শেডে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে। এটির আয়তন প্রায় ২৯ হাজার বর্গ ফুট এবং গ্রাউন্ড ফ্লোরে ১০৭টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১টি করে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সব সদস্য, বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধএবার শাকিব খানের বিরুদ্ধে রহমত উল্লাহর মামলা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ও ইছামতির ভাঙনরোধে ১৩৭ কোটি টাকার নতুন প্রকল্প