চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের সংখ্যা কমছে

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে আসা কন্টেনার জাহাজের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বন্দরের চিটাগাং কন্টেনার টার্মিনাল, নিউমুরিং কন্টেনার টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালে জেটি অনুযায়ী জাহাজ নেই। বহির্নোঙরেও নেই অপেক্ষমাণ কোন জাহাজও। আজ এবং আগামীকাল বন্দরের আরো জেটি খালি থাকবে।

সূত্র জানিয়েছে, গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ কোন কন্টেনার জাহাজ ছিল না। বন্দরের কন্টেনার জেটি হিসেবে ব্যবহৃত জেনারেল কার্গো বার্থের ১১ নম্বর জেটি এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালের তিনটি জেটি গতকাল খালি ছিল। আজ একইসাথে খালি হয়ে যাবে বন্দরের ৬টি জেটি।

গতকাল অনুষ্ঠিত বার্থিং মিটিং অনুযায়ী আজ বন্দরের জেনারেল কার্গো বার্থের ৯, ১০ এবং ১১ নম্বর জেটি, চিটাগাং কন্টেনার টার্মিনালের ১ নম্বর জেটি, নিউমুরিং কন্টেনার টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটি জাহাজ শূন্য থাকবে। পরদিন শনিবার খালি থাকবে ১১ নম্বর জেটি। আজ এবং আগামীকালের মধ্যে ৭টি কন্টেনার জাহাজ বিদেশ থেকে এসে সরাসরি খালি জেটিগুলোতে বার্থিং নেবে।

চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, জেটি খালি থাকছে। জাহাজ এসে অনঅ্যারাইভাল বার্থিং পাচ্ছে। আগের তুলনায় জাহাজ

আসার পরিমান কমেছে বলে উল্লেখ করে তারা বলেন, আগে তুলনামুলক ছোট জাহাজ আসতো। এখন কিছুটা বড় জাহাজে বেশি কন্টেনার পরিবহনের সুযোগ তৈরি হয়েছে। ফলে জাহাজের সংখ্যা কমলেও কন্টেনারের সংখ্যা ঠিকঠাক মতোই আছে বলে তারা মন্তব্য করেন। তবে সাম্প্রতিক স্বাভাবিক সময়ে একইসাথে এতোগুলো জেটি খালি থাকার নজির নেই বলেও তিনি স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদীদের দোসর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে
পরবর্তী নিবন্ধকোনো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা বাংলার মাটিতে হবে না