চট্টগ্রাম বন্দরেও বিনিয়োগ করতে চায় আরব আমিরাত

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশে লজিস্টিকস, বন্দর, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরে বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি বন্দর বিনিয়োগ করতে আগ্রহী, যা বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতের বিনিয়োগ আগ্রহের কথা তুলে ধরেন তিনি। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আরব আমিরাতের আদালতে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সাক্ষাতে ধন্যবাদ জানান উপদেষ্টা। রাষ্ট্রদূতকে তিনি বলেন, এটি একটি অসাধারণ পদক্ষেপ। পুরো জাতি এতে খুব খুশি। প্রায় ১০ লাখ বাংলাদেশি অভিবাসীকে আশ্রয় দেওয়ার জন্যও সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার ও তার ব্যবসাবান্ধব নীতিমালা এবং সংস্কার কার্যক্রমে সংযুক্ত আরব আমিরাত পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত আলহামুদি। এ সময় মুহাম্মদ ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করেছে। তিনি আরব আমিরাত থেকে আরও বিনিয়োগ এবং আমিরাতের বেশি সংখ্যক ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের প্রত্যাশা করেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আরেকটি কোম্পানি মাসদার ভাসমান সৌর প্রকল্পসহ নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগে আগ্রহী। এমন সৌর প্রকল্প ইন্দোনেশিয়ায় তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও বিনিয়োগের প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে পরিপত্র জারি
পরবর্তী নিবন্ধ৭৮৬