চট্টগ্রাম ফুটবল রেফারী সমিতির সদস্যপদ ছাড়লেন ১২ জন সিনিয়র রেফারী

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রেফারী সমিতি নিয়ে নানা অভিযোগ আর আলোচনা সমালোচনার যেন শেষ নেই। জুয়ার আসর বসানো, নানা অনৈতিক কাজ করা সহ নানা কারণে নিন্দিত হয়েছে রেফারী সমিতি। পুলিশ অভিযান চালিয়ে জুয়াডিও ধরেছে এই রেফারী সমিতির কার্যালয় থেকে। এরপর তদন্ত কমিটি গঠন, তদন্ত রিপোর্ট প্রদান, সে রিপোর্ট আবার হিমাগারে চলে যাওয়া নানা কিছুই হয়েছে। এরই মধ্যে আবার আলোচনায় এসেছে রেফারী সমিতি। এবার এই প্রতিষ্ঠানটিকে আলোচনায় এনেছে ১১ জন রেফারী। যাদের কেউ সাবেক ফিফা রেফারী, কেউ প্রথম শ্রেণি আর কেউ দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর রেফারী। গতকাল সমিতির ১২ জন সদস্য তাদের কমিটির পদ সহ একেবারে সাধারণ সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছে। তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে সমিতির সভাপতি বরাবর তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছে। এইসব রেফারীরা জানিয়েছে বর্তমানে রেফারী সমিতির যে কর্মকান্ড তা মোটেও গ্রহনযোগ্য নয়। আর যিনি সমিতির সাধারণ সম্পাদক তার অধীনে এই ১২ জন রেফারী কোন খেলা পরিচালনা করবেনা। তারা অভিযোগ করেন নানা অপকর্মের কারণে এই রেফারী সমিতি অপকর্মের আখড়ায় পরিনত হয়েছে। সামনে যেহেতু ফুটবল লিগ শুরুর আলোচনা চলছে, এই সময়ে ১২ জন রেফারী এমন সিদ্ধান্ত নিশ্চয়ই বেকায়দায় ফেলবে ফুটবল লিগকে। তবে এইসব রেফারীরা জানিয়েছে তারা খেলা চালাবেন তবে এই রেফারী সমিতির সদস্য হিসেবে থাকবে না। যে ১২ জন রেফারী তাদের সাধারণ সদস্য পদ প্রত্যাহারের আবেদন জানিয়েছে তারা হলেন জাতীয় রেফারী ফরহাদ হোসেন চৌধুরী, সাবেক ফিফা রেফারী জি এম চৌধুরী নয়ন, সাবেক ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, সাবেক সহকারী ফিফা রেফারী মাহমুদ হাসান মামুন, জাতীয় রেফারী আবদুশ শুক্কুর রানা, প্রথম শ্রেণীর রেফারী আবদুল খালেক, দ্বিতীয় শ্রেণীর রেফারী শিমুল বড়ুয়া, দ্বিতীয় শ্রেণীর রেফারী এরশাদুল আলম চৌধুরী, তৃতীয় শ্রেণীর রেফারী প্রকাশ বড়ুয়া, তৃতীয় শ্রেণীর রেফারী শামসুদ্দোহা চৌধুরী রোকন এবং তৃতীয় শ্রেণীর রেফারী জাকির হোসেন। এইসব রেফারীরা জানান তারা বর্তমানে সমিতির যে কমিটি রয়েছে সে কমিটির অধীনে আর থাকতে চাননা। কারন এই কমিটির একজন সদস্য হিসেবে পরিচয় দিতে তারা এখন লজ্জিত বোধ করেন। তাই তারা স্বেচ্ছায় নিজেদের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন থেকে।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে কারাতে বেল্ট ও সনদ প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন