চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। এসোসিয়েশনের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম লেদু’র সভাপতিত্বে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৬ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে সুবিধাজনক সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসোসিয়েশন সদস্য সচিব বাংলাদেশের শীর্ষ স্থানীয় ফুটবল কোচ মাসুদ পারভেজ কায়সার ভার্চুয়ালী যুক্ত হয়ে উক্ত সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন। যুগ্ম আহ্বায়ক মো. কাশেমের সঞ্চালনায় এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আলী, দেবাশীষ বড়ুয়া দেবু, মো. শামসুদ্দিন, আবু সরোয়ার চৌধুরী, মো. ইব্রাহীম, নাজিমুদ্দিন নাজু, হায়দার কবির প্রিন্স, একরাম আফসার ও মহসিন আলী বাদশা। সভায় এখনো যারা সদস্য ফরম জমা দেননি এবং যারা নতুনভাবে সদস্য (এসোসিয়েশনের নিয়ম অনুসরণ করত🙂 হতে আগ্রহীদের হায়দার কবির প্রিন্স (০১৭৭৭–২২২৯৯০)-র যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সভার শুরুতে চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের সদস্য মো. নাসিরের ছোট ভাইয়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।











