চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা নগরজুড়ে প্রতিমাসে ১টি করে স্বাস্থ্যসেবা চলমান রয়েছে। গত শুক্রবার ডবলমুরিং থানার সরাইপাড়া ওয়ার্ডে হাজী মসজিদ বস্তি এলাকায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা, বিনামূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সমাজের অবহেলিত, অসচ্ছল ও দরিদ্র মানুষের পাশে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আরো বৃহত্তর পরিসরে সেবা কার্যক্রম পরিচালিত করতে, যাতে সাধারণ জনগণ উপকৃত হয়।
হোম হাসপাতাল, এলবিয়ন গ্রুপ, রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইম, রোটারেক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু সহায়তা ফাউন্ডেশন বাংলাদেশ এতে সার্বিক সহযোগিতা করে। ক্যাম্পে ডা সামিউল, ডা সৈকত, ফারুক চৌধুরী ফয়সাল, সৈকত বাবলা, শারমিন, আবু আরিফ, অজয় কর, কায়সার সৌরভ, ইসমাইল হোসেন শুভ ও পথশিশু সহায়তা ফাউন্ডেশনের উপদেষ্টা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, সাইফুল ইসলাম, নোমান চৌধুরী, মহিউদ্দীন, তাজকিয়া, হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমুসলিম হাইস্কুলে ইফতার ও দোয়া মাহফিল