চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিবৃতি

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পক্ষে গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতি প্রদান করা হয়েছে।

কমিটির পক্ষে খোরশেদুল আলম শামীম প্রেরিত এই বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাবকে ‘দখলদার মুক্ত’ করতে সরকারি উদ্যোগে যাবতীয় প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় একটি কমিটি করা হয়েছে বলে ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তির ছড়ানোর অপচেষ্টা লক্ষ্যনীয়। ক্লাবের স্থায়ী সদস্যদের কোনোরূপ সম্মতি ব্যতিরেকে এ কমিটি কারা করেছে, কাদের সম্মতিতে হয়েছে, এর কোনো ব্যাখ্যা না দিয়ে গত ১০ ডিসেম্বর উক্ত কমিটির কথা উল্লেখ করা হয়েছে। যা অগঠনতান্ত্রিক এবং সদস্যদের মূল স্বার্থের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, প্রেস ক্লাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে যাবতীয় শুনানি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। সদস্যদের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা সময়ের ব্যাপার মাত্র।

বিবৃতিতে ধৈর্য্যের সাথে আগামীর পরিস্থিতি মোকাবেলায় কোনো ধরনের অপতৎরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য ক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধনীদের জন্য চালু হল ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা প্রশাসন ও দুদকের সভা