চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচন ২০২০ উপলক্ষে নির্বাচনী কমিটির একসভা কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযামউদ্দিন, জাকির হোসেন লুলু এবং শেখর ত্রিপাঠি ।
নির্বাচনী তফসিল নিম্নরূপ: ১৪ ও ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র প্রদান, বেলা ১১ টা থেকে ৩টা পর্যন্ত। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। ১৮ ডিসেম্বর বেলা ৩ টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ১৯ ডিসেম্বর বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার। ২০ ডিসেম্বর বেলা ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।