চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এরশাদউল্লাহর মতবিনিময়

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

অনেক বিলম্বে হলেও চট্টগ্রাম প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক এরশাদউল্লাহ বলেছেন, তবে স্বৈরাচারের দোসররা যাতে মানুষের ভরসাস্থল এই প্রেসক্লাবকে ফ্যাসিবাদের প্লাটফর্ম হিসেবে পুনরায় ব্যবহার করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে প্রেস ক্লাবের কর্মকাণ্ডে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নগর বিএনপি’র আহ্বায়ক এরশাদউল্লাহ গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শৃন করেন। এ সময় তিনি ক্লাবের ভিআিইপি লাউঞ্জে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশএর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়াল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, এনটিভির ব্যুরো প্রধান শামমুল হক হায়দরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধযমুনা নদীতে নির্মিতব্য সেতুর নাম হবে যমুনা রেলসেতু