চট্টগ্রাম প্রেস ক্লাবে মোবাইল সাংবাদিকতা রিপোর্র্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে দ্বিতীয় পর্বের ৩ দিনব্যাপী সাংবাদিকতা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল সোমবার কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় কর্মশালায় এতে বক্তব্য রাখেন চৌধুরী ফরিদ, রিসোর্স পার্সন ড. কাবিল খান এবং রিসোর্স পার্সন ও পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বক্তারা বলেন, বর্তমানে সংবাদ তৈরি ও বিতরণে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিজেদের প্রয়োজনেই মোবাইল সাংবাদিকতার দিকে ঝুকতে হচ্ছে। গণমাধ্যমে টিকে থাকতে হলে সাংবাদিকদেরও মোবাইলের সাহায্যে সংবাদের পাশাপাশি ছবি, ভিডিও ফুটেজ পাঠানো লাগছে। মোবাইল ফোন ব্যবহার করে দর্শকদের চাহিদা অনুযায়ী প্রতিবেদন তৈরির জন্য জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকা প্রয়োজন। এক্ষেত্রে মোবাইল ব্যবহারের বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি সংবাদ সংশ্লিষ্ট নিত্যনতুন ব্যবহৃত অ্যাপস, যন্ত্রাংশ সম্পর্কে আপডেট থাকতে হবে। কর্মশালায় প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধচমেকে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার