চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির এক জরুরী সভা গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, সিজেকেএস’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কৃতি ফুটবলার ও অ্যাথলেট আলহাজ শাহেদ আজগর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ক্রীড়াঙ্গনে মরহুমের অবদানের কথা স্মরণ করে সভায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।