চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের বার্ষিক শিক্ষাবৃত্তি বিতরণ

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট আয়োজিত বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান সমাজের অসহায়, দুস্থ, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ট্রাস্ট চেয়ারম্যান সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট পরিচালক ও শিক্ষা সম্পর্কিত কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল হাসান।

অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মো. শাহজাহান (লিটন) ও সিজল গ্রুপের চেয়ারম্যান লায়ন নুরুল আলম এমজেএফ।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক, পরিচালক (অর্থ) মোহাম্মদ হারুন শেঠ, পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. মাহতাব উদ্দিন, পরিচালক এম.. সবুর।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সেরা ব্যক্তি হিসেবে আকাশ ছোয়া অর্জনের কথা উল্লেখ করে বলেন, প্রাণপন চেষ্টা ও সাধনার মাধ্যমে তারা পৃথিবী জয় করেছেন। এতিম হওয়া, দুস্থ হওয়া, প্রতিবন্ধী হওয়া অভিশাপ নহে। চেষ্টার মাধ্যমে এ সকল বাধা ও সমস্যার উত্তরণ সম্ভব। এগিয়ে যেতে হবে তাতেই সফলতা অর্জন সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি ৪০ জন দুস্থ, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা প্রাইজবন্ড ও সনদ তুলে দেন। এছাড়াও ৮ জন দাতা ও আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা প্যালেস মোড়ে ২০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাশিমপুর কারাগারে মোহরা ওয়ার্ড বিএনপি সহসভাপতির মৃত্যু