চট্টগ্রাম নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানালেন কাদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামেও মেট্রো রেলের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের পাশাপাশি আরও দুটি সার্ভিস লেন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এ কাজে চীনের সহায়তা পাব। চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপে পার্বত্য অঞ্চলেও পরিবর্তন হয়েছে। গতকাল শনিবার সকালে কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে আর কোনো উন্নয়ন বাকি নেই। চট্টগ্রামের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী মায়াবি টান অনুভব করেন। তিনি বলেন, এখানে অনেক পুরনো নেতা রয়েছেন। এখন অনেকে বেঁচে নেই। স্থানীয় অনেক নেতার টানেল নির্মাণের দাবি ছিল।

কাদের বলেন, দেশে উন্নয়নের পর উন্নয়ন হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। কিন্তু ওরা সমালোচনা করে যাচ্ছে। ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে জবাব দেব। এখন আমাদের লক্ষ্য আগামী ২০৪১ সালে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ বানানো।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩
পরবর্তী নিবন্ধমানুষ পুড়িয়ে মারা বা গ্রেনেড মারলে একটাকেও ছাড়ব না : প্রধানমন্ত্রী