অপরিকল্পিত নগরব্যবস্থার কারণে বাণিজ্যনগরী চট্টগ্রামে অগ্নি–দুর্ঘটনার স্বীকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আর অপরিকল্পিত নগরব্যবস্থা গড়ে উঠার পেছনে দায়ী আমরাই। দিন–দিন ঘনবসতিপূর্ণ শহরে অপ্রশস্ত রাস্তা নগরবাসীর সাধারণ জীবনযাপন দিন–দিন দুরুহ করে তুলছে। অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করবে সে ব্যবস্থা নেই। নগরীর অধিকাংশ জায়গায় পানির গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হবে সে রকম প্রশস্ত রাস্তা নেই। আর কিছু জায়গায় প্রশস্ত রাস্তা থাকলেও নেই পানি সরবরাহের ব্যবস্থা। তাই, অগ্নি–দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ‘স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট’ স্থাপন করা জরুরি। ‘স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট’ হলো, রাস্তার পাশে স্থাপিত এক ধরনের পানিকল। এ কল অত্যধিক পানির চাপ দিয়ে ওয়াসার লাইনের সঙ্গে যুক্ত করা থাকে। যদি কোথাও দ্রুত পানির দরকার পড়ে তাহলে এই ফায়ার হাইড্রেন্টের মুখ খুলে পাইপ যুক্ত করে দরকারি স্থানে পানি সরবরাহ করা হয়। যেখানে চট্টগ্রাম শহরের চারদিক নদী–সাগর বেষ্টিত, ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে পানি সরবরাহের ঝামেলা নেই, সেখানে ফায়ার হাইড্রেন্ট থাকবে না কেন? তাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন থাকবে অগ্নি দুর্ঘটনার ক্ষয়–ক্ষতি এড়াতে, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাণিজ্যনগরী চট্টগ্রামকে নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট’ স্থাপনে অতিসত্বর ব্যবস্থা নেওয়া হোক।
এম. আবু ছৈয়দ চৌধুরী
নিমতলা, বন্দর, চট্টগ্রাম।