চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদ

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের আহবায়ক দিদারুল আলম দিদার। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্‌বায়ক মো. জসিম উদ্দিন, প্রকৌশলী দীপংকর দাশ, আজিজুল হক আজিজ মেম্বার, সদস্য মো. সাদ্দাম হোসেন, পটিয়া উপজেলার সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাতকানিয়া উপজেলা সভাপতি সোহরাব হোসেন মিন্টু, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সৈয়দ, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, লোহাগাড়া পদুয়া ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ, আবু ফয়েজ সাকিব।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ছাত্রদের সাফল্য
পরবর্তী নিবন্ধসিআইইউতে বোর্ড অব ট্রাস্টির সভা