দেড় বছর নেতৃত্ব শূন্য থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এ কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। এতে সাতকানিয়া উপজেলার মোহাম্মদ ফিরোজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।
জানা গেছে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। একইদিন ২০ ফেব্রুয়ারির মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার ঘোষণা দেয়া হয়েছিল। এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট পাঁচ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। সংগঠনটির আওতাধীন দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলা, একটি থানা, ৪টি পৌরসভা ও ১৩টি কলেজ শাখা রয়েছে। তবে ১২টি কলেজ, একটি উপজেলা ও একটি পৌরসভা কমিটি গঠন করে তৎকালীন কমিটি।
এদিকে গতকাল ঘোষিত কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারী ও সদস্য সচিব কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার অনুসারী হিসেবে পরিচিত।
কমিটিতে যারা আছেন : কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৫ জনকে সদস্য করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, আরেফিন রিয়াদ, আসাদুজ্জামান সাজ্জাদ, আবদুস সবুর, শেখ মোহাম্মদ হোসেন নয়ন, মোহাম্মদ রাশেদ উদ্দীন, নাঈমুল আলম নাঈম, অলিউল হোসেন রুবেল, শোয়াইবুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, ফরহাদুল ইসলাম, রাশেদুল কবির, মোহাম্মদ মহিউদ্দীন ও নুর শাহেদ খান রিপন।
সদস্যরা হলেন : নেজাম উদ্দীন রুবেল, জাহেদ হোসেন, ফয়সাল সিকদার সোহন, মো. সেলিম, শাহাদাত হোসেন জিকু, মহিবুল হক আতিক, নিজাম উদ্দীন, রিফাত উদ্দীন চৌধুরী, রিয়াদ হোসেন, মো. আরিফ, মো. রাসেল, মো. তৈয়ব, আবদুল মান্নান রানা, দিদারুল আলম, পারভেজ হোসেন চৌধুরী, মো. হারুন, মো. মহিন উদ্দীন, মো. মারুফ, মো. জিসান, মহিউদ্দীন সাগর, মিছবাহুল আজিম জুহাইর, আবদুল্লাহ আল নোমান জিহাদ, রিয়াদ হোসাইন, আজিজুল হাসান ও সেকান্দর হোসেন আদিল।