চট্টগ্রাম বন্দর থেকে ইতালির পর ইউরোপের দেশ স্পেন ও নেদারল্যান্ডসের সঙ্গেও সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে সুইজারল্যান্ডভিত্তিক একটি কোম্পানি তিনটি জাহাজ দিয়ে এ কার্যক্রম শুরু করবে বলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানিয়েছেন। জাহাজগুলো স্পেনের বার্সেলোনা বন্দর এবং নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দর থেকে চট্টগ্রামে যাতায়াত করবে। খবর বিডিনিউজের।
সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘কমোডিটি সাপ্লাইজ এজি’ তাদের কন্টেইনারবাহী তিন জাহাজ ‘এমভি স্পেসিয়া’, ‘এমভি এন্ড্রোমিডা জে’ এবং ‘এমভি মিউজিক’ দিয়ে এ যোগাযোগ শুরু করছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট ‘রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড’।
রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, আমরা স্পেন ও নেদারল্যান্ডসের বন্দরের সঙ্গে চট্টগ্রামে সরাসরি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। ২২ মে প্রথম জাহাজটি বার্সেলোনা থেকে ছাড়বে। পরে রটারড্যাম বন্দর থেকেও ছাড়বে।