চট্টগ্রাম থেকে প্রথম পণ্যবাহী জাহাজ যাচ্ছে বার্সেলোনায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামবার্সেলোনা রুটের প্রথম জাহাজ গতকাল চট্টগ্রাম থেকে যাত্রা করেছে। ৫শ’ টিইইউএস কন্টেনার নিয়ে এমভি স্পিকা নামের জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়েছে। সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বার্সেলোনা রুটে জাহাজ চলাচলকারী জাহাজগুলোর স্থানীয় এজেন্ট রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকস।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, বার্সেলোনা রুটে প্রথম জাহাজটি আজ ৫শ’ টিইইউএস কন্টেনার নিয়ে যাত্রা করেছে। এই কন্টেনারগুলো শতভাগই তৈরি পোশাক। এসব পণ্য ইউরোপে রপ্তানি করা হয়েছে।

তিনি বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, আমাদের তৈরি পোশাকের অনেক বড় বাজার ইউরোপ। এতোদিন স্পেনসহ ইউরোপের দেশগুলোতে রপ্তানি পণ্য পাঠাতে হতো সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা কলম্বো বন্দর ঘুরে। এখন আর তা করতে হচ্ছে না। পণ্যগুলো সরাসরি ইউরোপে চলে যাচ্ছে। এটি দেশের জন্য অনেক বড় ব্যাপার বলেও তিনি মন্তব্য করেন। এই জাহাজটি বার্সেলোনাতে বেশ কিছু পণ্য নামিয়ে কিছু পণ্য নেদারল্যান্ডসও নিয়ে যাওয়ার কথা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

চট্টগ্রামবার্সেলোনা রুটে প্রতি ১৫ দিনে একটি করে জাহাজ যাত্রা করবে। ইতোমধ্যে এই রুটে চলাচলের জন্য তিনটি জাহাজ প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে গতকাল যাত্রা করেছে এমভি স্পিকা। এছাড়া এমভি এন্ড্রোমেডা জে এবং এমভি মিউজিক জাহাজও এই রুটে চলাচল করবে।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে দুই প্রার্থীর পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগ
পরবর্তী নিবন্ধলিখিত পরীক্ষায় প্রক্সি মৌখিকে ধরা, আটক ১৫