পাঠানটুলী আমানত খান সড়কস্থ খানবাড়ি নিবাসী আলহাজ্ব মোহাম্মদ আকরম খানের পরিবারবর্গের পক্ষ থেকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে মোহাম্মদ আকরম খান ও জয়নব খানম এবং মৌলভী আমানত খান বিএল ও নাছিমা খানমের নামে দুইটি রোগী বেড বাবদ দুই লক্ষ টাকা অনুদানের চেক গতকাল মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স হলে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর নিকট হস্তান্তর করেন ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও সালাউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস এম শওকত হোসেন এবং মো. ইফাজ খান, মো. জায়েদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।