চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রোগী সমাবেশ

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রোগী সমাবেশ ও আদর্শ ডায়াবেটিস রোগীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। রোগী সমাবেশের প্রথম পর্বে সহকারী এডমিন মো. আবদুস ছবুর চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, এন্ডোক্রাইনোলজিস্ট ডা. মাসুদ করিম, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রতন কান্তি সাহা, গাইনি বিশেষজ্ঞ ডা. কাজী ফারজানা হক, ডায়াবেটোলজিস্ট ডা. সুমন রহমান চৌধুরী এবং সিনিয়র পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন।

দ্বিতীয় পবের্র অনুষ্ঠানে এসএম শওকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, ডা. পারভেজ ইকবাল শরীফ, এএসএম জাফর, মো. শহীদুল আলম শহীদুল্লাহ, মো. আলী চৌধুরী, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও রোগী সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৫ জন আদর্শ ডায়াবেটিস রোগী যথাক্রমে রোকসানা পারভীন, আবদুর রহমান, আরাফাত চৌধুরী, মো. শহীদুল ইসলাম কচি, সুজাতা বড়ুয়াকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ধন্যবাদ বক্তব্য দেন, মো. হাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধ‘ঘরে মুরগি ঢোকায়’ হামলা, পটিয়ায় বৃদ্ধসহ আহত ৫