চট্টগ্রাম টেস্ট খেলতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব আল হাসান। খেলছিলেন শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তবে লংকানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে তার খেলার জোর সম্ভাবনা রয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের খেলার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। সাকিব যদি পর্যাপ্ত ফিট থাকেন তাহলেই দ্বিতীয় টেস্টে খেলবেন বলে জানিয়েছেন। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে টেস্ট দলে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। যার ছাপ পড়েছে সিলেটে টেস্টেই। এই অবস্থায় অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতেই মূলত সাকিব নিজ থেকেই খেলতে চেয়েছেন। এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব নিজেই আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’ তিনি আরও বলেন, ‘সাকিব আগেভাগেই বলে রেখেছিল সে শ্রীলংকার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট খেলতে আগ্রহী এবং সেটা অন্তত একমাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লংকানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে।’

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘সব কিছুই নির্ভর করছে ওর ফিটনেসের ওপর। আগামী ২/১ দিনের মধ্যে সাকিবের কাছ থেকে আমরা একটা বার্তা পাবো। হয়তো লিগের আরও একটি ম্যাচ খেলে নিজের ব্যাপারে সাকিব বুঝতে পারবে। ফিরতে চাইলে ওকে অবশ্যই স্বাগতম।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিনে লংকানদের দ্রুত আউট করার লক্ষ্য বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএবার চাঁদে ‘রেল রোড তৈরির’ ধারণায় সমর্থন যুক্তরাষ্ট্রের