চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন

তিন পদে একক প্রার্থী, সদস্য পদে ১৫ জন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে শীর্ষ তিনটি পদে কোন নির্বাচন হচ্ছেনা। এই তিন পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই তিনটি পদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি এস এম শহীদুল ইসলাম ছাড়া বাকি কেউই মনোনয়ন সংগ্রহ করেনি। ফলে এই পদে কেবলমাত্র একটি মনোনয়ন জমা পড়েছে। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সহ সভাপতি পদে চারজন মনোনয়ণ পত্র সংগ্রহ করেছিলেন। এই চার জনের মধ্যে দুজন মনোনয়ন জমা দেননি। তারা হলেন আমিনুল ইসলাম এবং মশিউল আলম স্বপন। জমা দিয়েছেন নজরুল ইসলাম লেদু এবং মোহাম্মদ শাহজাহান। এদের মধ্যে লেদু বর্তমান কমিটির সহ সভাপতি। আর শাহজাহান গত একাধিক কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কাজেই এই পদেও নির্বাচন হচ্ছেনা। কোষাধ্যক্ষ দুজন মনোনয়ণ সংগ্রহ করেছিলেন। তারা হলেন দিদারুল আলম এবং সরওয়ার আলম চৌধুরী মনি। তবে গতকাল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে সরওয়ার আলম চৌধুরী মনি মনোনয়ণ জমা দেননি। দিদারুল আলম এই পদে একক প্রার্থী। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন।

তবে ৯টি সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এই ১৫ জনই মনোনয়ন সংগ্রহ করেছিলেন। গতকাল তারা সবাই জমা দিয়েছেন। এই পদে প্রার্থীরা হলেন মাহমুদুর রহমান মাহবুব, কাজী মো: জসীম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, হারুন আল রশীদ, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মোহাম্মদ ইসহাক, সাইফুল আলম খাঁন, মো: জাফর ইকবাল, হেলাল উদ্দিন মো: সাইফুল ইসলাম, জহির উদ্দিন, জসীম আহমেদ, মো: রাশেদ, আলী আকবর, এম এ মুছা বাবুল এবং মোশারফ হোসেন লিটন। আজ মনোনয়ণ পত্র যাছাই বাছাই হবে। আগামীকাল বৈধ মনোণয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ মে মনোনয়ন প্রত্যাহারের দিন। সেদিন সদস্য পদে যে ১৫ জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে কারা প্রত্যাহার করেন সেটাই এখন দেখার বিষয়। তফশিল মোতাবেক আগামী ৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিজেকেএস সহ সভাপতি এডভোকেট শাহীণ আফতাবুর রেজা চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রায়হান উদ্দিন রুবেল এং হারুন অর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধবৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭০.০৪ কোটি টাকা