চট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল আজ থেকে শুরু

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২৩ অপরাহ্ণ

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত চট্টগ্রাম জেলা পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধিভুক্ত ফুটবল প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত শুরু হচ্ছে। জেলার আওতাধীন ১৫টি উপজেলা এবং নগরীর ৬টি থানাসহ সর্বমোট ২১টি দল জেলা পর্যায়ে অংশ নিচ্ছে। খেলা হবে নকআউট ভিত্তিতে। ১১ অক্টোবর ফাইনাল খেলার মধ্যদিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। এছাড়া ১১ অক্টোবর চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল, ১২ অক্টোবর ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি ও নাসিরাবাদ সরকারি বালক স্কুল মিলনায়তনে দাবা এবং ১৩ অক্টোবর চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার আফরীন ফারজানা পিংকি, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক শাহেদা আক্তার, নাসিরাবাদ সরকারি স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সহকারি মান্নান নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ১৫৩ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক সাইফের
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই