চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ, চট্টগ্রাম জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন আজ শুক্রবার দুপুরে সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চ্যাম্পিয়নশীপ সমূহের শুভ উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ চলবে আজ থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত। ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ চলবে আগামী ২১ হতে ২৩ জুলাই পর্যন্ত। আর মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ চলবে আগামী ২৪ হতে ২৬ জুলাই পর্যন্ত। উক্ত চ্যাম্পিয়নশীপ সমূহ বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে নিয়মানুযায়ী সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবারের চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপে মোট ১১০ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী দাবাড়ুদের আজ দুপুর ২ টার মধ্যে সিজেকেএস কনভেনশন হলে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।