চট্টগ্রাম জেলা দলের সহকারী ম্যানেজার

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফারুক আহমেদ | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল অংশগ্রহণ করবে। এলক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম জেলা ফুটবল দলের সহকারী ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ফারুক আহমেদ। উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশের ৬৪ জেলার সিনিয়র পুরুষ ফুটবল দলসমূহ অংশ নেবে। আগামী ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে এ খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এর খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম নারী ক্রিকেটার হিসেবে লেজেন্ড মর্যাদা বেলিন্ডা ক্লার্কের
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে সাকিবের অনন্য ডাবল