চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের ব্যানারে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ ওমর সহ উপজেলা এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। দাবিগুলো হলো- গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির (২০৩% বৃদ্ধি) নিয়ন্ত্রণে গো খাদ্য সিন্ডিকেটে সরকারি হস্তক্ষেপ, ৫০-৯১% পর্যন্ত ভর্তুকি প্রাপ্ত ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পাউডার দুধের উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ, পশু পালন আদি যুগ থেকে কৃষি অন্তর্ভুক্ত।