চট্টগ্রাম জেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক গ্রুপের নবগঠিত কমিটির সভা

| শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের কার্যকরী কমিটির প্রথম সভা নগরীর মুরাদপুর মির্জাপুর জলিল বিল্ডিংয়ে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনটির নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির সহযোগিতা নিয়ে পরিবহন সেক্টরে সমস্ত চাঁদাবাজি হয়রানি ঘুষবাণিজ্য বন্ধ করে সুষ্ঠু পরিবেশে পরিবহন ব্যবসা পরিচালনা করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। একইসাথে স্বৈরাচার সরকারের আমলে গঠিত অবৈধ কমিটির নেতৃবৃন্দের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সকলের সহযোগিতায় সংগঠনের ভাবমূর্তি পুনরায় ফিরিয়ে এনে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক গ্রুপকে সদস্যবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি কাজী রকিবুল হাসান মাসুদ, সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম, সহসভাপতি আবুল হোসেন, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুর্তজা খান, যুগ্মসম্পাদক অলি উদ্দিন হাওলাদার, সহসম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম লালন, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক সাইফুদ্দিন, মো. আবু কায়সার, আব্দুল সাত্তারসহ সংগঠনের সদস্য নিজাম উদ্দিন কাজল, মোঃ রিয়াজ, মোহাম্মদ ইউসুপ এবং মিজানুর রহমান রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মিলন দাশ বর্মণের পরলোকগমন
পরবর্তী নিবন্ধজাতীয় যুব দিবস আজ