চট্টগ্রাম জেলা ইসলামী ফ্রন্টের মতবিনিময়

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:২৩ অপরাহ্ণ

ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাথে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম জেলার মতবিনিময় অধ্যাপক মাওলানা শেখ আরিফুর রহমানের সভাপতিত্বে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। উত্তর জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর দৌলতী, এম মহিউল আলম চৌধুরী, নাছির উদ্দীন মাহমুদ। বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, মুহাম্মদ দৌলত খান, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাস্টার মুহাম্মদ ইসমাইল, এ এইচ এম মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির, মুহাম্মদ নাঈমুল হক, মুহাম্মদ কোরবান আলী প্রমুখ। সভায় ৮ অক্টোবর ২নং গেইট নাসিরাবাদ কনভেনশন হলে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (.) এর অবদান’ শীর্ষক সেমিনার সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসিএমএম আদালতের সহায়ক কর্মচারীদের কর্মশালা