চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং অফিসার ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের পক্ষ হতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান গতকাল বুধবার আইনজীবী অডিটোরিয়ামে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী ও এস এম বজলুর রশীদ মিন্টু, বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম ও এ এইচ এম জিয়াউদ্দিন, নির্বাচন কমিশনারবৃন্দ মো. ফখরুদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান খান, সেকান্দর বাদশা, সৈয়দ আনোয়ার হোসেন, পর্যবেক্ষকবৃন্দ তারিখ আহমেদ, কাজী নজমুল হক, আবদুস সাত্তার সরোয়ার, অনুপম চক্রবর্ত্তী, পোলিং অফিসার অজয় বোস রিংকু, কাজী কামরুন নেছা, আবছারুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সকল পোলিং অফিসার ও পর্যবেক্ষকদের কমিশনের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।