চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আন্তঃ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নগরীর বাকলিয়া স্টেডিয়ামে বার্ষিক আন্ত: আইনজীবী ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। উদ্বোধনকালে প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আইনজীবীরা পেশাগত ব্যস্ততার মাঝেও খেলাধূলায় অত্যন্ত দক্ষতার সহিত সুনাম অর্জন করে আসছেন। খেলাধুলা শারীরিক কার্যকলাপ প্রদর্শনের উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। আইনজীবী সমিতি খেলা ও সাংস্কৃতিক বিকাশে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। প্রতি বছরের ন্যায় আইনজীবীরা পেশাগত দায়িত্বের পাশাপশি মন মানসিকতা উন্নত রাখার জন্য প্রতিনিয়ত ক্রীড়া চর্চার সাথে সম্পৃক্ত আছেন। বর্তমানে এটি ব্যাপক আকার ধারণ করেছে। শরীরের সুস্থতা এবং মনের বিকাশের জন্য ক্রীড়াঙ্গন তথা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেকের উচিত। তিনি আয়োজক কমিটির সাফল্য কামনা করেন। উক্ত ক্রিকেট প্রতিযোগীতা সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় এবং চট্টগ্রাম আম্পায়ার এসোসিয়েশনের সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহ সাধারণ সম্পাদক মো কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক মো. আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজিসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ খেলায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক আইনজীবী। এবারের ক্রিকেট প্রতিযোগিতায় ২২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলা কোর্ট ওয়ারিয়র্স এবং দি রর্কাস এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কোর্ট ওয়ারিয়র্স ৪৩ রানে বিজয় লাভ করে। অপর খেলায় অংশগ্রহণ করে টিম কোয়েশ্চান অব ল বনাম ডি জুরি ফাইর্টাস। খেলায় টিম কোয়েশ্চান অব ল ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় বিজয় দিবস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধএনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে আজ