চট্টগ্রাম জেলা অপরাজিত বিভাগীয় চ্যাম্পিয়ন

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দল। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভাগীয় ফাইনালে চাঁদপুর জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দলকে ৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে অপরাজিত থেকে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দল । তামিমের দুর্দান্ত ব্যাটিং এর পর রশিদ এবং আজমাইনের আগুন ঝরানো বোলিং সহজ জয় পাইয়ে দেয় চট্টগ্রামকে। সকালে টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। তবে সেখান থেকে দলকে টেনে তোলে তামিম এবং মিনহাজুল। দুজন মিলে ৬৩ রানের জুটি গড়ে। তামিম হাফ সেঞ্চুরি তুলে নিলেও মিনহাজুল পারেনি। তারপরও এই দুজনের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামিম ৮০ বলে করে ৫০ রান। একটি চারের পাশাপাশি ৩টি ছক্কা মেরেছে তামিম। মিনহাজুল করে ৬৮ বলে ৩৬ রান। এছাড়া আওসাফ ১৩, ওয়াহিদ ১৪ রশিদ ১৬ রানে অপরাজিত থাকে। চাঁদপুর জেলা দলের পক্ষে ২টি উইকেট নিয়েছে ফারদিন হাসান।

জবাবে ব্যাট করতে নামা চাঁদপুর জেলা দল ১৪ রানে প্রথম উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছিল আবরার রশিদ। কিন্তু অপর প্রান্তে তাকে কেউ যোগ্য সহায়তা দিতে পারেনি। ফলে ৪০.৩ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায় চাঁদপুর জেলা দল। আবরার রশিদ ৯৮ বলে করে ৬২ রান। এছাড়া ফারহান ১৩, ফাহিম ১৭ এবং জুনায়েদ করে ১২ রান। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ১৩ রানে ৩টি উইকেট নেয় রশিদ আবদুল্লাহ। ২৮ রানে ৩টি উইকেট নিয়েছে আজমাইন ইক্তিদার। দারুন ইনিংস খেলা চট্টগ্রামের তামিম ম্যাচ সেরা নির্বাচিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস সদস্য সচিব আবদুল বারী। সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ দলের ম্যানেজার সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় এবং বিসিবির হাই পারফম্যান্স কোচ গোলাম ফারুক সুরু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো: রফিক, চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহবুবুল করিম মিঠু, চাঁদপুর জেলা কোচ শামীম ফারুকীসহ খেলায় অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএ্যাথলেটিক্সে গোলাপ অঞ্চলের শিরোপা অক্ষুণ্ন
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন সদর দপ্তর পশ্চিম দল, দ্রুততম মানব পাহাড়তলী দলের ওমর ফারুক