চট্টগ্রাম জেলার উন্নয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন ইলিয়াস

ডিসির বিদায়-বরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেছেন, চট্টগ্রাম জেলার সামগ্রিক উন্নয়নে লিডারশিপের পরিপূর্ণ কাজ অত্যন্ত দক্ষতার সাথে করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন। এজন্য জেলা প্রশাসন সার্থক ও সফল। করোনাকালীন ডিসি নিজেই সপরিবারে করোনা আক্রান্ত ছিলেন। দেশের ক্রান্তিকালে করোনা থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনবাজি রেখে সাহসী ভূমিকা দেখিয়েছেন বলেই চট্টগ্রামবাসী তাকে স্মরণ রাখবে। গত শনিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনের বদলি জনিত বিদায় ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের বরণ উপলক্ষে সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, তাঁর সহধর্মিনী বেবী ফারহানা নাহার ও নবাগত জেলা প্রশাসক মমিনুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ড. বদিউল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল আলম, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে প্রায় তিন বছর দায়িত্ব পালনকালীন সরকারি সেবা হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের আরটি পিসিআর ল্যাব পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর টিম
পরবর্তী নিবন্ধরাস্তার ওপর অবৈধ গাড়ি পার্কিং ও নির্মাণ সামগ্রী