চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন

| রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন২০২৪ এর কার্যকরী পরিষদের নির্বাচন গত বৃহস্পতিবার চট্টগ্রাম কোর্ট হিল, নতুন আদালত ভবনের নিচ তলায় কর্মচারী কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান খান ও জাজইনচার্জ শাহ নেওয়াজ মনির ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট গণনার সময় মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিন দুপুর ১টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অপর ৩ জন নির্বাচন কমিশনার হলেন খোরশেদুল আলম, সঞ্জীব কুমার বড়ুয়া, মহেন্দ্র কুমার মুৎসদ্দি ও মো. ফারুকুল আলম।

মোট ২১টি পদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব কান্তি দাশ, সিনিয়র সহসভাপতি মো. ইমাম আকতার চৌধুরী, সহসভাপতি সাহাব উদ্দিন মো. মোর্শেদ, মোহাম্মদ ওবায়দুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. আবু ছায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আলী, অর্থ সম্পাদক আহম্মদ কবির, সহঅর্থ সম্পাদক আবু হানিফ বুলবুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. আবু বকর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিল্টন দে, আপ্যায়ন সম্পাদক মো. সাইফু উদ্দীন মজুমদার, মহিলা সম্পাদিকা লিপি বিশ্বাস, নির্বাহী সদস্য রবিউল হোসেন, মো. শরীফুল ইসলাম, সামশুল ইসলাম সোহাগ, ফয়েজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ