চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দু’দিনব্যাপী (অনূর্ধ্ব–১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগ্রাবাদস্থ একাডেমি ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ৬ষ্ঠ রাউন্ডের খেলা শেষে সাড়ে ৫পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দুর্জয় দাস, সাড়ে ৪ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে আরভিন দেব রানার–আপ, তাসনিমুল মোস্তফা রিজবি ৩য় স্থান, আবিদ মাহাদি সাদ ৪র্থ, ৪ পয়েন্ট পেয়ে প্রাঞ্জল বড়ুয় ৫ম স্থান, উমনিয়া বিনতে লুবাবা সেরা বালিকা এবং হৃদিমান মজুমদার সেরা ননরেটেড পুরস্কার লাভ করেন। এই দাবা টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে রকিব–উল ইসলাম সাচ্চু এবং ডেপুটি চীফ আরবিটার হিসাবে মো. নুরুল আমিন দায়িত্ব পালন করেন। গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব–উল–ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিন ও পরিচালক সুফিয়ান আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিদে আরবিটার ইঞ্জিনিয়ার এস এম তারেক। বক্তব্য রাখেন চট্টগ্রাম চেস্ একাডেমির প্রশিক্ষক ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক তৌহিদুল করিম। উপস্থিত ছিলেন দাবা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও রুহুল আমিন প্রমুখ।